
মোহাম্মদ শাহনেওয়াজ
পাহাড়ের কোল ঘেঁষা আলীকদম উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আমেজ শুরু হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটারদের সচেতন করতে এবার মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) লামা তথ্য অফিসের উদ্যোগে আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক পাড়ায় অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত উঠান বৈঠক।
শুধুমাত্র সংসদ নির্বাচন নয়, এবারের নির্বাচনের বিশেষত্ব হলো একই দিনে অনুষ্ঠেয় ‘গণভোট’। তাই সাধারণ ভোটারদের মাঝে কৌতূহল ছিল চোখে পড়ার মতো। বৈঠকে নির্বাচনী আচরণবিধি, ভোটাধিকার প্রয়োগের সঠিক নিয়ম এবং গণভোটের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সহকারী তথ্য অফিসার উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, “একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সচেতন ভোটারের বিকল্প নেই। নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলা এবং গণভোটে সঠিক সিদ্ধান্ত নেওয়াই হলো নাগরিকের প্রধান দায়িত্ব।”
স্থানীয় নারী-পুরুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী মানুষ এই বৈঠকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা আসন্ন নির্বাচন ও গণভোট প্রক্রিয়া নিয়ে তাদের বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন, যা এক উন্মুক্ত আলোচনার পরিবেশ তৈরি করে।
মন্তব্য করুন