
আজ, ১লা ডিসেম্বর, বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং বহুল প্রচারিত https://www.facebook.com/profile.php?id=61573811062401‘দৈনিকপাঠককণ্ঠ’ https://dainikpathakkanta.com/ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম. জুনাইদ উদ্দিনের শুভ জন্মদিন। এই বিশেষ দিনে দৈনিক পাঠক কণ্ঠ পরিবারসহ দেশের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল থেকে তাকে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে এম. জুনাইদ উদ্দিন দীর্ঘদিন ধরে সমাজ এবং গণমাধ্যমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও সম্পাদকীয় নির্দেশনায় ‘দৈনিক পাঠক কণ্ঠ’ পত্রিকাটি সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকতে সচেষ্ট।
শুভ জন্মদিন উপলক্ষে পাঠক কণ্ঠ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, “এম. জুনাইদ উদ্দিনের নিরলস কর্মপ্রেরণা আমাদের কাছে সবসময় অনুপ্রেরণার উৎস। আমরা তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং কর্মজীবনে আরও সাফল্য কামনা করি।”
বিভিন্ন সামাজিক সংগঠন এবং সহকর্মী সাংবাদিকরাও এম. জুনাইদ উদ্দিনকে তার জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন, তার কর্মময় জীবনের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।
মন্তব্য করুন