

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
আজ থেকে দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক আদর্শ বিদ্যাপীঠেও আজ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের বার্ষিক পরীক্ষায় প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষার পরিবেশ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাফর আলম বলেন, “অন্যান্য পরীক্ষার তুলনায় এবারের পরীক্ষায় শিক্ষার্থীরা বেশ আনন্দের সাথে পরীক্ষা দিচ্ছে, যা আমাদের জন্য ইতিবাচক।”
তিনি আরও জানান, নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে ভর্তি কার্যক্রমও শুরু হচ্ছে। প্রধান শিক্ষক বলেন, “আগামী নতুন শিক্ষাবর্ষ ২০২৬ সালের জন্য আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে।”
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবুল মনছুর হল সুপারের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।
মন্তব্য করুন