মহেশখালী, কক্সবাজার:
কক্সবাজারের মহেশখালী উপজেলার জলেয়ারমারা ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নুর মোহাম্মদকে লক্ষ্য করে একটি প্রতারকচক্র হুমকি ও টাকা দাবির অপচেষ্টা চালিয়েছে। পরিচিত শিক্ষকের নাম ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরির কৌশল অবলম্বন করে এই চক্রটি।
ঘটনাটি ঘটে আজ (সোমবার) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে। 01819932009 নম্বর থেকে নুর মোহাম্মদের কাছে একটি অজ্ঞাত কল আসে। কলদাতা নিজেকে বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক মুহাম্মদ তোয়াহার উদ্দিনের ভাই ‘দিদার’ হিসেবে পরিচয় দেন। পরিচিত এই নামটি ব্যবহার করে তিনি নুর মোহাম্মদের কাছ থেকে টাকা দাবি করেন এবং সরাসরি হুমকিও দেন।
সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ঘটনাটি নিশ্চিত করে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, হঠাৎ এমন দাবি ও হুমকি শুধু বিভ্রান্তিকরই নয়, তাঁর মধ্যে মানসিক চাপও তৈরি করেছে। পরিচিত শিক্ষকের নাম ভাঙিয়ে এই ধরনের প্রতারণার চেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
এ ধরনের প্রতারণার শিকার হয়ে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে, নুর মোহাম্মদ নিরাপত্তার স্বার্থে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে নিশ্চিত করেছেন।
প্রতারণা এড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ:
সবার প্রতি অনুরোধ, এমন পরিচয় ভাঙিয়ে প্রতারণা সম্পর্কে সচেতন থাকুন। একটি সতর্ক মুহূর্তই বড় ধরনের আর্থিক বা মানসিক ক্ষতি থেকে রক্ষা করতে পারে।
মন্তব্য করুন