
কক্সবাজারের চকরিয়া নব প্রজন্ম সোসাইটির আয়োজনে ‘চকরিয়া নব প্রজন্ম (নূরানী) মেধাবৃত্তি পরীক্ষা’ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর সকাল ১০টায় চকরিয়া গ্রামার স্কুল ও মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হয়।
কেন্দ্র পরিদর্শনে আসেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ পদপ্রার্থী মাওলানা ছরওয়ার আলম কুতুবী। তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখে আয়োজকদের ধন্যবাদ জানান।
পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শামশুল হক জানান, এ বছর উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে মোট ১৯৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাঁর ভাষায়, এত শিক্ষার্থীর অংশগ্রহণ প্রমাণ করে যে এলাকার পরিবারগুলো সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
চকরিয়া নব প্রজন্ম সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ঈসা বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান ও সাধারণ জ্ঞানে পারদর্শিতা মূল্যায়নের লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। তিনি আরও জানান, গত বছরের মতো এবারও শৃঙ্খলাপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
মন্তব্য করুন