
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের লন্ডন সফরকালে প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব তদারকি করবেন চসিকের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন—গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মেয়র।
রবিবার লন্ডন থেকে পাঠানো বিবৃতিতে মেয়র জানান, লন্ডন সফরের সমস্ত ব্যয় তিনি ব্যক্তিগতভাবে বহন করছেন। এর আগে কানাডার টরেন্টো সফরের খরচও ব্যক্তিগতভাবে পরিশোধ করেছিলেন তিনি। এই সফরে সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঠিকাদার বা তৃতীয় কোনো পক্ষের অর্থায়ন নেই বলে স্পষ্ট করেছেন মেয়র শাহাদাত।
বিবৃতিতে আরও বলা হয়, মেয়র ডা. শাহাদাত হোসেন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও দাপ্তরিক দায়িত্ব পালন করেন, তবে এসব দিনে চসিকের গাড়ি বা জ্বালানি ব্যবহার করেন না। তিনি ছুটির দিনগুলোতে সম্পূর্ণ ব্যক্তিগত গাড়ি ও জ্বালানি ব্যবহার করেন।
বিবৃতির শেষে মেয়র বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন