
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতাঃ
চকরিয়া পৌরসভার প্রধান সড়ক ও ফুটপাতগুলো দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল এখন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে চকরিয়া মার্কেটের অলিগলি এবং আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ দোকান ও যত্রতত্র ভ্যানগাড়ি পার্কিংয়ের কারণে হাঁটাচলার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বেপরোয়া টমটম চলাচল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফুটপাতগুলো এখন পুরোপুরি দখলদারদের নিয়ন্ত্রণে। গত আগস্ট মাসের পর কিছুদিন শৃঙ্খলা ফিরে এলেও বর্তমানে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে। ফলে সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সকালে কিছুটা স্বাভাবিক থাকলেও বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে জনভোগান্তি ভয়াবহ রূপ নেয়। শত শত শিক্ষার্থী ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে ব্যস্ত সড়ক দিয়ে যাতায়াত করছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। এছাড়া জরুরি প্রয়োজনে চলাচলকারী রোগী ও বয়স্কদের জন্য এই যানজট ও ভিড় কাটিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
সচেতন মহলের মতে, নিয়ম থাকলেও তার বাস্তব প্রয়োগ না থাকায় এই বিশৃঙ্খলা থামছে না। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ মনে করছেন, এখনই যদি অবৈধ দখল উচ্ছেদ এবং টমটম চলাচল নিয়ন্ত্রণ করা না হয়, তবে পুরো পৌর এলাকার জীবনযাত্রা অচল হয়ে পড়বে।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা চকরিয়া পৌর প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন যেন নিয়মিত অভিযানের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হয়। জনস্বার্থ রক্ষায় এই সমস্যার একটি স্থায়ী ও কার্যকর সমাধান এখন সময়ের দাবি।
মন্তব্য করুন