
মোঃ আলমগীর হোসেন রানা
কক্সবাজারের চকরিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চকরিয়া পৌর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।
ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে চকরিয়ার বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মো: সাইফুল ইসলামসহ দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
কর্তৃপক্ষের বক্তব্য: অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব জানান, অভিযুক্ত ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নিচ্ছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরণের তদারকি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ীকে জনস্বার্থ বিঘ্নিত করতে দেওয়া হবে না।”
মন্তব্য করুন