
মোহাম্মদ শাহনেওয়াজ
লামা উপজেলার ফার্মেসী মালিক ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬ইং) লামা উপজেলার সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লামা উপজেলার বাজারের সকল ফার্মেসীর মালিক, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দের সঙ্গে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জি এম নাদিম এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান-এর উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার চিকিৎসা ও ঔষধ সেবার সার্বিক পরিস্থিতি, বিশেষ করে রাতের বেলা রোগীদের ঔষধ প্রাপ্তির সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর সর্বসম্মতিক্রমে পূর্বের ন্যায় প্রতিদিন রোস্টার পদ্ধতিতে রাতের বেলায় নির্দিষ্ট ৭টি ফার্মেসী খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে লামা উপজেলার সাধারণ জনগণ, বিশেষ করে জরুরি রোগীরা রাতের বেলায় সহজেই প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসাসেবা পেতে সক্ষম হবে। ফলে ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
৭টা ফার্মেসীর তালিকা ও মোবাইল নাম্বার হাসপাতালের জরুরী বিভাগ ও ফার্মেসীর সামনে ঝুলানো থাকবে।
মন্তব্য করুন