
মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার আজিজনগর স্টেশন এলাকায় দ্রুতগতির গাড়ির চাপায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে আজিজনগর বাজারসংলগ্ন দোহা ফুডের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি অজ্ঞাত পরিবহনের অজ্ঞাতনামা চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে রাস্তা পার হওয়ার সময় প্রায় ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর চালক গাড়িসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আজিজনগর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। পরে পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে। তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানার ফাঁজিল খাঁর হাট শিলপাড়া এলাকার বাসিন্দা সোনারাম শীলের পুত্র শিবু শীল।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন