
চকরিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ বড় সাফল্য অর্জন করেছে।
নির্ধারিত নীতিমালা ও বিচারকদের পর্যালোচনার ভিত্তিতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচন করা হয়।
নির্বাচিত শ্রেষ্ঠদের তালিকা
চলতি বছরের প্রতিযোগিতায় যারা শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছেন:
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল): চকরিয়া কোরক বিদ্যাপীঠ।শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল): মো. নুরুল আখের (প্রধান শিক্ষক, চকরিয়া কোরক বিদ্যাপীঠ)। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা): ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসা। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা): মুহাম্মদ নাছির উদ্দিন (সুপার/অধ্যক্ষ, ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসা)। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক: আনছারুল করিম (চকরিয়া কোরক বিদ্যাপীঠ)। শ্রেষ্ঠ শিক্ষার্থী: তাশরিকা হক তাফরিয়া (চকরিয়া কোরক বিদ্যাপীঠ)।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর সদস্য সচিব জানান, শিক্ষার গুণগত মান বাড়ানো এবং শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহ দিতেই এই আয়োজন। এই স্বীকৃতি ভবিষ্যতে শিক্ষা ক্ষেত্রে আরও ইতিবাচক প্রতিযোগিতা ও দায়িত্বশীলতা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।সংশ্লিষ্ট মহলের মতে, জাতীয় শিক্ষা সপ্তাহের এই উদ্যোগ শিক্ষার প্রতি সমাজের আগ্রহ বাড়াতে এবং মেধা ও নিষ্ঠার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্তব্য করুন