
মোঃ আলমগীর হোসেন রানা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় চকরিয়া সরকারি হাইস্কুল সংলগ্ন নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন আহমদ। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশের মানুষ এখন তাদের অধিকার সম্পর্কে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন। তারা নিজেরাই এবার নিজেদের ভোটাধিকার পাহারা দেবে।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এবারের নির্বাচন বিশ্বের কাছে একটি স্বীকৃত, সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন হিসেবে গণ্য হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের প্রতিটি মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং ধানের শীষের জন্য ভোট চাইতে হবে।”
চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন:এনামুল হক, সভাপতি, চকরিয়া উপজেলা বিএনপি। আবুল হাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি। এম মোবারক আলী, সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলা বিএনপি। অধ্যাপক মু. ফখরুদ্দিন ফরায়েজী, সাবেক সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলা বিএনপি। আবু তাহের চৌধুরী, সাবেক অধ্যাপক ও সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি। নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক, চকরিয়া পৌরসভা বিএনপি। সাজ্জাদুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক, চকরিয়া পৌরসভা বিএনপি। মাহমুদুর করিম, সাংগঠনিক সম্পাদক, চকরিয়া পৌরসভা বিএনপি।
সভায় চকরিয়া পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ পৌরসভার আওতাধীন সকল ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন