
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দলীয় পদ ছেড়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ‘ধানের শীষ’ নিয়ে।
দলের সভাপতি নুরুল হক নুর বলছেন, নির্বাচনে জয়ের ‘কৌশল হিসেবে’ দলীয়ভাবে এ সিদ্ধান্ত হয়েছে। তিনি নিজে দলীয় প্রতীক ‘ট্রাকৎ নিয়েই ভোট করবেন।
যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে রাশেদকে ঝিনাইদহ-৪ এবং নুরকে পটুয়াখালী-৩ আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুসারে জোট গঠন করলেও দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে জোটবদ্ধ প্রার্থীদের। সে অনুযায়ী, গণঅধিকার পরিষদের রাশেদের দলীয় প্রতীক ট্রাক নিয়ে লড়ার কথা।
এর মধ্যে শুক্রবার সন্ধ্যার পর গুঞ্জন ছড়াতে থাকে, রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিচ্ছেন। এ নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম প্রতিবেদনও প্রকাশ করে।
পরে রাতে ফেইসবুকে পোস্ট দিয়ে এ বিষয়ে দলীয় অবস্থান ব্যাখ্যা করেন দলের সভাপতি নুর।
সেখানে বলা হয়, “নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্তে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ নিয়ে ঝিনাইদহ-৪ থেকে এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দলীয় প্রতীক ট্রাক নিয়ে পটুয়াখালী-৩ থেকে নির্বাচন করবেন।”
রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাইলে নিয়ম অনুযায়ী তাকে দল ছেড়ে বিএনপির মনোনয়ন নিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না “
পরে নুরের ফেইসবুক পোস্টের দিকে ইংগিত করে বলেন, “আপাতত এই স্ট্যাটাসটি দেখেন।”
মন্তব্য করুন