
এম, রিদুয়ানুল হক
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ এর পৃষ্ঠপোষকতায়, মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশন পরিচালিত ‘শহীদ জিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ এর ফলাফল ১০ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। ফলাফলে পাঁচ উপজেলায় সর্বোচ্চ বৃত্তি ও নাম্বার পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ।
গত ৮ নভেম্বর ২০২৫ এ চকরিয়া, পেকুয়া, প্রস্তাবিত মাতামুহুরী, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে পেকুয়া মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশনের আয়োজনে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে প্রাথমিক শাখার তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং মাধ্যমিক শাখার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
১০ ডিসেম্বর দিবাগত রাত ১২ টা’র পর বিভিন্ন গণমাধ্যমে উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পাঁচ উপজেলায় মোট ২৯০১ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। তন্মধ্যে বিভিন্ন গ্রেডে ৪৩১ জনকে বৃত্তি দেয়া হয়।
প্রকাশিত বৃত্তির ফলাফলে চকরিয়া উপজেলায় মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার ও পাঁচ উপজেলা মিলে মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ মোট ৭২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থীরা।
বিশেষভাবে উল্লেখ্য যে, ইতোমধ্যে নতুন কুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা, আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি, ব্রাইট ফিউচার স্কলারশিপ, মাওলানা আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ বৃত্তি পেয়ে একইভাবে চমক সৃষ্টি করেছে বিদ্যালয়টি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অত্র প্রতিষ্ঠান হতে নতুন কুঁড়ি বৃত্তি পরীক্ষায় সর্বমোট ৮৫ জন, আলোকিত মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ১৫৭ জন, আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষায় ৫০ জন ও ব্রাইট ফিউচার স্কলারশিপ পরীক্ষায় ১৪০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের জানান, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় অতীতের মতো এই বছরও বিভিন্ন বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ধরে রাখা সম্ভব হয়েছে। এ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদ ও অভিভাবকমহলের কাছে কৃতজ্ঞতা জানান তিনি। নতুন শিক্ষাবর্ষে পাঠদান পদ্ধতিতে নানা যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অর্জিত সফলতা ধরে রাখার ব্যাপারে তিনি বদ্ধ পরিকর বলে জানান।
মন্তব্য করুন