
প্রেস বিজ্ঞপ্তি
বামাপ চকরিয়া উপজেলা’র নতুন দায়িত্বে সভাপতি জুনাইদ ও সম্পাদক সালাম
সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদকে প্রধান উপদেষ্টা করে “বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন” ( বামাপ) (Reg. No-S-11501) চকরিয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
৯ ডিসেম্বর(মঙ্গলবার) সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান এস এম শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে এম জুনাইদ উদ্দিনকে সভাপতি এবং আবু সালামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ১১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বপ্রাপ্তরা আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—
১১ জন বিশিষ্ট আংশিক কমিটি সদস্যবৃন্দ:
১) সভাপতি-এম জুনাইদ উদ্দিন
২) সহ-সভাপতি-মোঃ আবুল কালাম
৩)সাধারণ সম্পাদক-আবু সালাম
৪) যুগ্ম সাধারণ সম্পাদক-আবদুল্লাহ আল নোমান
৫) সহ-সাংগঠনিক সম্পাদক-নুরুল ইসলাম
৬) প্রচার সম্পাদক-আব্দুল হামিদ
৭) সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক-মাহিম উদ্দিন সোহেল
৮) বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক-শরিফুল ইসলাম
৯) আইটি বিষয়ক সম্পাদক-মুবিনুল হক
১০) কার্যকরী সদস্য-মোঃ আনসারুল ইসলাম সোহেল
১১)কার্যকরী সদস্য-মোর্শেদুল আনোয়ার
(বি. দ্র.: এই আংশিক কমিটি কার্যকর হওয়ার দিন থেকে পরবর্তী ২ মাসের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করতে হবে।)
প্রসঙ্গত, ২০১২ সালে বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন ( বামাপ) প্রতিষ্ঠা লাভ করে। অলাভজনক ও অরাজনৈতিক সরকার অনুমোদিত সংস্থাটি দীর্ঘদিন ধরে মানবাধিকার সংরক্ষণ ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।।

মন্তব্য করুন