গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ১ লাখ মানুষ- জার্মান গবেষণা - দৈনিক পাঠক কণ্ঠ
দৈনিক পাঠক কণ্ঠ, অনলাইন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ৩:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ১ লাখ মানুষ- জার্মান গবেষণা

                                                                                                                   অ- অ+

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা দুই বছর ধরে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।

মূলত জার্মান এই গবেষণায় সরকারি পরিসংখ্যানের বাইরে উঠে এসেছে বিপুল সংখ্যক প্রাণহানির চিত্র। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজায় চলমান যুদ্ধে মৃতের সংখ্যা এতদিন যা ধারণা করা হচ্ছিল, বাস্তবে তা আরও অনেক বেশি হতে পারে বলে সোমবার জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট প্রতিবেদন প্রকাশ করেছে। জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী রস্টকের খ্যাতনামা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের একদল গবেষকের হিসাব অনুযায়ী, দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে অন্তত এক লাখ মানুষের মৃত্যু ঘটেছে বা নিহত হয়েছে।

গবেষণা প্রকল্পটির কো-লিডার ইরিনা চেন জানান, “সঠিক মৃতের সংখ্যা আমরা কখনোই জানতে পারব না। আমরা শুধু যতটা সম্ভব বাস্তবসম্মত একটি অনুমান করতে চেষ্টা করছি।”

গবেষকদের হিসাব অনুযায়ী, যুদ্ধের প্রথম দুই বছরে গাজা উপত্যকায় ৯৯ হাজার ৯৯৭ থেকে ১ লাখ ২৫ হাজার ৯১৫ জন মানুষের মৃত্যু ঘটেছে বা তারা নিহত হয়েছেন। তাদের মধ্যবর্তী বা গড় অনুমান ১ লাখ ১২ হাজার ৬৯ জন।

ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষকরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত এই চিত্র তৈরি করেছেন। গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি তারা একটি স্বাধীন পরিবারভিত্তিক সমীক্ষা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মৃত্যুসংবাদও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করেছেন।

এতদিন পর্যন্ত মৃত্যুর সংখ্যার একমাত্র সরকারি উৎস ছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধের প্রথম দুই বছরে তারা ৬৭ হাজার ১৭৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে। তবে জাইট–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই তথ্য নিয়ে কোনো ধরনের পরিসংখ্যানগত কারসাজির প্রমাণ পাওয়া যায়নি।

উল্টো বিভিন্ন গবেষণা দল আগেই দেখিয়েছে যে, স্বাস্থ্য মন্ত্রণালয় সাধারণত রক্ষণশীলভাবে হিসাব করে থাকে। এখন ভালোভাবেই নথিভুক্ত হয়েছে যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলাকালে সরকারি সংখ্যার চেয়ে বাস্তবে আরও বেশি মানুষ মারা গেছেন। বিভিন্ন গবেষণাতেই অপ্রকাশিত মৃত্যুর সংখ্যা যে বেশি, তা বারবার উঠে এসেছে।

এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কেবল নিশ্চিত মৃত্যুর তথ্যগুলোই গণনা করে— যেমন হাসপাতাল থেকে ইস্যুকৃত মৃত্যু সনদের ভিত্তিতে। যুদ্ধের কারণে অনেক হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এখন তারা স্বজনদের দেওয়া মৃত্যুসংবাদও গ্রহণ করে; পরে একটি প্যানেল সেগুলো যাচাই করে। বোমায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে যারা মারা যান, তাদের অনেকেই এসব রেকর্ডে ধরা পড়ে না।

ম্যাক্স প্ল্যাঙ্কের এই গকেষণা দলটি আগের গবেষণার ভিত্তিতে আরও বিস্তারিত মৃত্যুহার বিশ্লেষণ করেছে। তারা পুরুষ ও নারীদের পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক হিসাব আলাদাভাবে পরীক্ষা করেছে।

এ পদ্ধতিতে শুধু মোট মৃত্যুর সংখ্যা আরও নির্ভুলভাবে জানা যায় না, বরং কারা মারা গেছে— তা নিয়েও বিস্তারিত চিত্র পাওয়া যায়। লিঙ্গ ও বয়সভেদে মৃত্যুর রেকর্ডের তথ্য পরিবর্তিত হয়; নারীদের মৃত্যু অনেক সময় পুরুষদের তুলনায় কম নথিবদ্ধ হয়। ৬০ বছরের বেশি বয়সীদের মৃত্যু প্রায়ই সরকারি হিসাব থেকে বাদ পড়ে যায়।

গবেষকদের হিসাবে, মৃতদের প্রায় ২৭ শতাংশই ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রায় ২৪ শতাংশ নারী।

এছাড়া গবেষকরা যুদ্ধের কারণে গাজার জীবনযাত্রার ওপর প্রভাবও হিসাব করেছেন। যুদ্ধের আগে গাজায় নারীদের গড় আয়ু ছিল ৭৭ বছর, পুরুষদের ৭৪ বছর। ২০২৪ সালের তথ্য অনুযায়ী নারীদের জন্য এই সংখ্যা নেমে এসেছে ৪৬ বছরে এবং পুরুষদের জন্য ৩৬ বছরে। এটি আপাতত একটি পরিসংখ্যানগত মান।

এর অর্থ হলো— যদি সাম্প্রতিক বছরের মতো একই মাত্রায় যুদ্ধ চলতে থাকে, তাহলে ফিলিস্তিনিরা গড়ে এই বয়স পর্যন্ত বাঁচতে পারবেন। আর এসব পরিসংখ্যানই দেখাচ্ছে, গাজার সাধারণ মানুষের জীবনের ঝুঁকি কতটা ভয়াবহভাবে বেড়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামার ফাঁসিয়াখালীতে লাগাতার বন্য হাতির তান্ডবে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা’২৬ অঞ্চল পর্যায়ে বাস্কেটবলে চ্যাম্পিয়ন কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ

বান্দরবান জেলা জামায়াতের কার্যালয় থেকে ১০দলীয় জোট প্রার্থীর প্রচারণা শুরু

চকরিয়ায় সালাহউদ্দিন আহমদের সমর্থনে নারীদের বিশাল উঠান বৈঠক

বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে লামায় নির্বাচনী প্রচারণার সূচনা

ধানের শীষ ঘিরে চকরিয়া-পেকুয়ার গ্রামগঞ্জে জনস্রোত: গণসংযোগে পূর্ণ উদ্যমে সালাহউদ্দিন আহমেদ

লামায় গণভোট ও নির্বাচন নিয়ে সচেতনতামূলক ‘ভোটালাপ’ অনুষ্ঠিত

লামা থানা পুলিশের অভিযানে খুন-ডাকাতিসহ ১৩ মামলার দুর্ধর্ষ আসামি গ্রেপ্তার, একনলা বন্দুক উদ্ধার

লামায় ক্রয়কৃত দীর্ঘ বছরের ভোগদখলীয় জমি জোরপূর্বক জবরদখলের অভিযোগ

কক্সবাজারে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

১০

“গ্রাউস-এর তত্বাবধানে গজালিয়া কমিউনিটি চেইঞ্জ মেকার দলের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত”

১১

লামা উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে উন্নয়ন কাজ

১২

চকরিয়ায় ‘লুক চেইঞ্জ ম্যান্স পার্লার’ এর শুভ উদ্বোধন

১৩

লামায় দুস্থদের মাঝে এপেক্স বাংলাদেশ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১৪

গজালিয়ায় উসকানিমূলক মন্তব্য ঘিরে উত্তেজনা, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১৫

৩০০ আসনে খালি মাঠে গোল দিতে যাচ্ছে বিএনপি : বান্দরবানে জোটগত প্রার্থী সুজাউদ্দিন সুজা

১৬

ঢাবিতে মেধা তালিকায় চকরিয়ার মাশহুরা সাঈদা ইমা

১৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কর্তৃক লামা হাসপাতাল পরিদর্শন

১৮

লামায় “দৈনিক সংগ্রাম”র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

১৯

সমন্বিত মেরিন ক্যাডেট একাডেমিতে চান্স পেল চকরিয়ার এনায়েত

২০
Developed by : BDIX ROOT