মোহাম্মদ আইয়ুব
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ২নং ওয়ার্ড কৃষকদলের আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, কাকারা ইউনিয়ন শাখার আহবায়ক মো: আরিফ উল্লাহর প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
দলের কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে শক্তিশালী নেতৃত্ব গঠনের অংশ হিসেবে মোট ২২ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটির শীর্ষ পদে যারা স্থান পেয়েছেন, তারা হলেন:
এছাড়াও কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন নুরুল আমিন এবং সদস্য হিসেবে রয়েছেন দুদু মিয়া, কফিল উদ্দিন, মোহাম্মদ হাসান, শফি আলম, মোহাম্মদ উল্লাহ, সাহাব উদ্দিন, নাছির উদ্দীন, বেলাল উদ্দিন, মোহাম্মদ মুছা ও রুবেল সেন।
বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে, আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করতে এই নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক উন্নয়ন এবং এলাকার কৃষকসংশ্লিষ্ট কর্মকাণ্ড এগিয়ে নিতে নবগঠিত কমিটি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে।
মন্তব্য করুন