এম জুনাইদ উদ্দিন (চকরিয়া, কক্সবাজার:) কক্সবাজারের চকরিয়া মসজিদ মার্কেট এলাকায় দিনে-দুপুরে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসি থেকে একটি স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে এক ওষুধ কোম্পানির প্রতিনিধির (এম আর) প্রতি সন্দেহের তীর যাচ্ছে।
ভুক্তভোগী চিকিৎসক ও ফার্মেসীর মালিক ডা. আবুল কালাম ঘটনার পর পরই বিষয়টি নজরে আনেন এবং চোরকে সনাক্ত করার জন্য সকলের সহায়তা কামনা করেছেন।
ঘটনাটি ঘটেছে আজ, ১৮ নভেম্বর, ২০২৫, বিকাল ৪:৩০ মিনিটে।
চুরিটি সংঘটিত হয় চকরিয়া মসজিদ মার্কেট এর প্রথম তলায় অবস্থিত হোমিওপ্যাথিক ডাক্তার আবুল কালামের ফার্মেসি থেকে। ফার্মেসীতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ডাক্তার আবুল কালাম দোকানে থাকা অবস্থাতেই ধারণা করা হচ্ছে এক ওষুধ কোম্পানির এম আর (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) চন্দনাইশের কামাল উদ্দিন ফার্মেসীর বাইরে বসে ছিলেন।
কিছুক্ষণ পর ডাক্তার আবুল কালাম যখন কোনো প্রয়োজনে ফার্মেসীর বাইরে যান, ঠিক সেই সুযোগে ওই ব্যক্তি চার্জার থেকে স্মার্টফোনটি অজান্তেই তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী ডাক্তার আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ফার্মেসিতে বসা অবস্থায় আমার সাথে ওই ব্যক্তি স্বাভাবিক কথাবার্তাও বলেন। আমার ধারণা, তিনি আমার গতিবিধি লক্ষ্য করছিলেন। এক পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য বাহিরে গেলে, তিনি মুহূর্তের মধ্যে চার্জে থাকা আমার ফোনটি নিয়ে চলে যান।”
সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি দেখে চোরকে সনাক্ত করতে এবং দ্রুততম সময়ে তার তথ্য দিয়ে পুলিশ ও ভুক্তভোগী ডাক্তার আবুল কালামকে সহায়তা করার জন্য তিনি স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
যেকোনো তথ্য দিয়ে চোরকে ধরতে সহায়তা করলে তা ন্যায়বিচারে সহায়ক হবে।
মন্তব্য করুন