সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাস্থ বটতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী মুমিন জানান, চট্টগ্রামমুখী দ্রুতগতির বাসটি একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারলে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ইনচার্জ বেলাল হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে ৪টি লাশ উদ্ধার করেছি এবং আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করেছি।”
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমরান জানিয়েছেন, এ পর্যন্ত ২০ জনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
মন্তব্য করুন