
নুরুল হক নুর বলেন, ভাষণের পূর্বে নির্বাচন নিয়ে যত সংশয় ছিল সব কেটে গেছে। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, কারণ সকল দলের কথা মাথায় রেখেই তিনি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ভাষণ দিয়েছেন।
জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে বলে মনে করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলছেন, একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের সিদ্ধান্তও ইতিবাচক।
আজ শুক্রবার রাজধানীতে সাংবাদিকদের এসব কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি। আগেরদিন বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গণভোট নিয়ে ওই সিদ্ধান্ত জানান।
নুরুল হক নুর বলেন, ভাষণের পূর্বে নির্বাচন নিয়ে যত সংশয় ছিল সব কেটে গেছে। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, কারণ সকল দলের কথা মাথায় রেখেই তিনি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ভাষণ দিয়েছেন।
তিনি বলেন, আলাদাভাবে নির্বাচন এবং গণভোট আয়োজনের পর্যাপ্ত সময় নেই। একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক।
নুরুল হক নুর বলেন, সামগ্রিকভাবে সকল দলের আবেদনকে বিবেচনা করেই প্রধান উপদেষ্টা একটি ভারসাম্য আনার চেষ্টা করেছেন। এখন আর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধোঁয়াশা নেই।
মন্তব্য করুন