
শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে বুকে ও পিঠে লেখা–‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান নিয়ে মিছিল করেন তরুণ নূর হোসেন।
রাজধানীর জিরো পয়েন্টে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। তার আত্মত্যাগে তীব্র হয়ে ওঠে আন্দোলন, যা পরবর্তীতে এরশাদবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়।
ওই আন্দোলনের ধারাবাহিকতায় আরও রক্তপাতের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি নিয়েছে। শহীদ নূর হোসেনের আত্মত্যাগ গণতন্ত্রের সংগ্রামে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
মন্তব্য করুন