
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে তিনি এ অনশন ভাঙান। অনশন ভাঙার পর তারেককে হাসপাতাল নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
তারেকের অনশন ভাঙানোর পর সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পরবর্তী আপিলে আমজনতা পার্টির নিবন্ধন ইস্যুতে নির্বাচন কমিশনকে সহানুভূতি দেখানোর আহ্বান জানাই।’
গত ৪ নভেম্বর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)– এই তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধন না পাওয়ায় ওই দিন বিকেল ৪টা থেকেই ইসির ফটকের সামনে অনশন শুরু করেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান।
মন্তব্য করুন