
কক্সবাজারের চকরিয়া উপজেলা’র কাকারা ইউনিয়নের লোটনী এলাকায় প্রবাসী’র জায়গা দখল পায়তারার অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু জোবাইরের বিরুদ্ধে।
দখলবাজ জোবাইর স্থানীয় মৃত আবুল কাশেম এর পূত্র। প্রবাসী জালাল উদ্দীন জানান,দীর্ঘ বছর প্রবাসে থেকে কষ্টার্জিত টাকা দিয়ে এক খন্ড জমি ক্রয় করে ভোগ দখলে আছে। ভূমিদস্যু ও ইয়াবা ব্যবসায়ী জোবাইর তার ক্রয়কৃত জমিটি অবৈধ ভাবে জবর দখলের চেষ্টা চালিয়ে তার রোপিত ক্ষেত নষ্ট করে যাচ্ছে। তিনি তার বৈধ জমিটি রক্ষায় যথাযত কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
আরেক ওয়ারিশ আলী হোসেন জানান, ভূমিদস্যু জোবাইর যে জায়গাটি ক্রয় করেছে বলে দাবী করতেছে তা তিনি প্রকৃত জমির মালিক থেকে ক্রয় করেনি। ভূয়া ওয়ারিশ সনদ দেখিয়ে চেয়ারম্যান সাহাব উদ্দিনের আমলে জাল দলিল সৃজন করেছে। জোবাইর যদি বৈধ ওয়ারিশ থেকে জায়গাটি ক্রয় করে থাকলে তাকে ওয়ারিশ গুলা দেখাতে বলেন,যেহেতু ওয়ারিশ গুলো এখন লাপাত্তা।
জবর দখলের ঘটনা কে পাকাপোক্ত করতে ভূমিদস্যু জোবাইর নিজের টং ঘর আগুন লাগিয়ে প্রকৃত জমির মালিকদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে বলে দাবী করেন আরেক ওয়ারিশ আনোয়ার হোসাইন।
ওয়ারিশ জামাল হোসাইন জানান, তারা বাপ দাদার আমল থেকে ওয়ারিশি মূলে উক্ত জায়গাটি ভোগ দখলে আছেন। ভূমিদস্যু জোবাইর ভূয়া ওয়ারিশ থেকে জায়গাটি ক্রয় করে লালিত বাহিনী দিয়ে জায়গাটি বারবার জবর দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে।
জায়গাটির প্রকৃত ওয়ারিশগণ তাদের জমিটি রক্ষায় সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
মন্তব্য করুন