
মডেল টেস্ট /২০২৫
৩য় শ্রেণি, বিষয়ঃ ইসলাম ধর্ম
সময়ঃ ২ ঘন্টা পূর্ণমানঃ ৭০
১)শূন্যস্থান পূরণ কর( যেকোনো ৫টি)
১। একটি নির্দিষ্ট — এই পৃথিবীতে চলে।
২। আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা–।
৩। মহান আল্লাহকে ভালোবেসে আমরা তাঁর– অনুশীলন করব।
৪। যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তাকে –বলা হয়।
৫। কালিমা পাঠ করে আমরা আমাদের — সুদৃঢ় করি।
৬। ইমানে মুজমাল একটি –।
৭। রমজান মাস এলে সারা মাস — রাখি।
৮। ইবাদাত শব্দের অর্থ—-।
৯। আমাদের চারপাশে যা কিছু আছে তার সবকিছু মিলে —।
২)শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় কর।( যেকোনো ১০টি)
১। প্রকৃতি ও জীবজগতের সবকিছুই মহান আল্লাহর সৃষ্টি।
২। মহান আল্লাহ প্রকৃতিতে জড় ও জীবের সৃষ্টি করেছেন।
৩। গাছপালা থেকে আমরা শুধু ফলমূল পাই।
৪। জীবজন্তু থেকে আমরা নানা রকম খাদ্য পাই।
৫। পানির অপর নাম জীবন।
৬। চাঁদ, সূর্য, তারকা নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়।
৭। ইমান ফারসি শব্দ।
৮। কালিমা পাঠ করে আমরা ইমান সুদৃঢ় করি।.
৯। ইবাদাত শব্দের অর্থ সংকল্প করা।
১০। ইবাদাতের মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন।
১১। ইসলামের মৌলিক বিষয় চারটি।
১২। ইসলামের প্রধান পাঁচটি মৌলিক বিষয়ের মধ্যে ইমান অন্যতম।
১৩। রোজাকে আরবিতে হজ বলে।
৩)সঠিক উত্তর ( ১০টি)
১. ইমানের কয়টির বেশি শাখা রয়েছে?
ক)৪০টি খ)৫০টি গ)৬০টি ঘ)৭০টি
২. অসুস্থ পশুপাখিকে কী করব?
ক)মারব খ) সেবাযত্ন গ)তাড়িয়ে দিব ঘ)কষ্ট দিব
৩. মাটি, বায়ু, পানি ও পরিবেশের ক্ষতি হয় এমন যেকোনো কাজ ইসলামে কী?
ক)নিষিদ্ধ খ) অনুমোদন দেয় গ)উৎসাহ দেয় ঘ) যত্নশীল আচরণ
৪. ধূমপান কী ঘটায়?
ক)বায়ুদূষণ খ) পরিবেশ ভালো রাখে গ)ক্ষতি হয় না ঘ)সচেতনতা তৈরি
৫. ইবাদাত শব্দের অর্থ কী?
ক)আনুগত্য খ)বিশ্বাস গ)অমান্য গ)শৃঙ্খলা
৬. ইবাদাতের মূল লক্ষ্য কী?
ক)বাবা-মায়ের সন্তুষ্টি অর্জন খ)আল্লাহর সন্তুষ্টি অর্জন গ) মহানবি (স.) এর সন্তুষ্টি অর্জন ঘ)শিক্ষকের সন্তুষ্টি।
৭. ইসলামের মৌলিক বিষয় কয়টি?
ক)৪টি খ)৬টি গ)৫টি ঘ৭টি
৮. ইসলামের প্রধান পাঁচটি মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম কোনটি?
ক)জাকাত খ)সাওম গ)সালাত ঘ) ইমান
৯. ইমান আনার পর মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূ ইবাদাত কোনটি?
ক)সালাত খ)হজ গ)জাকাত ঘ)সাওম
১০. কোনগুলো পৃথিবীর উপাদান?
ক জড় জগৎ ও জীবজগতখ) নদী নালা গ) গাছপালা ঘ) বায়ুমণ্ডল
৪।সংক্ষিপ্ত প্রশ্ন ( যেকোনো ৫টি)
ক) ইমান কাকে বলে?
খ) ইবাদত কাকে বলে?
গ) ইমানে মুজমাল এর অর্থ কি?
ঘ) জাকাত বলতে কি বুঝ?
ঙ) গাছপালা থেকে আমরা কি কি পাই?
চ)কিভাবে প্রকৃতি ও জীবজন্তুর যত্ন ও পরিচর্যা করা যায়?
ছ) বৃক্ষরোপণ সম্পর্কে মহানবী (স) কি নির্দেশ দিয়েছেন
জ) পরিবেশ সংরক্ষণের জন্য তোমরা কি কি কাজ করবে)
৫।বড় প্রশ্ন ( যেকোনো ৩টি)
ক) ইমান অর্থ কি? আল্লাহর ওপর ইমান আনা কেন গুরুত্বপূর্ণ?
খ) কুরআন তিলাওয়াতের গুরুত্ব লেখ।
গ) সূরা আন – নাসের আয়াত সংখ্যা কয়টি? সূরা আন নাসের অর্থ লেখ।
ঘ) প্রকৃতি ও পরিবেশের যত্ন সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে তা লেখ।
ঙ) প্রকৃতি কি? প্রকৃতি ও জীবজগতের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে লেখ।
মন্তব্য করুন