
মোঃ আলমগীর হোসেন রানা
কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এক বিশাল নারী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার কচিপাড়া, ভরামুহুরী, উকিলপাড়া ও উত্তর বিনামারা এলাকার নারী ভোটারদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দিন ফরায়েজী অ্যাডভোকেট। প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কমিশনার নাজেম উদ্দিন।
বক্তারা সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের উন্নয়ন ও জনপ্রিয়তার কথা উল্লেখ করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তারা পরিবর্তনের লক্ষণ হিসেবে উল্লেখ করেন।
উপস্থিত নেতৃবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
মাহাবুবুল আলম মাবু (যুগ্ম সম্পাদক, চকরিয়া পৌরসভা বিএনপি)
আব্দুচ্ছালাম কাউন্সিলর (সভাপতি, ৬নং ওয়ার্ড বিএনপি)
জাকারিয়া বাপ্পী (সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ড বিএনপি)
মহিলা দল নেত্রী শিরিন আক্তার ও সাজিয়া জান্নাত।
এছাড়া সাইফুল ইসলাম সাফু, নাছির উদ্দিন, বদিউল আলম, মো. রাসেল, যুবদল নেতা মো. বেলাল উদ্দিন ও আব্দুল আজিজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় নারী নেত্রী ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চকরিয়া পৌরসভা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক পৌর সাইবার দলের সভাপতি মাস্টার মো. আলমগীর হোসেন রানা। বৈঠকে বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মন্তব্য করুন