
এম জুনাইদ উদ্দিন (চকরিয়া) কক্সবাজার
চকরিয়া পৌর শহরের ব্যস্ততম গার্লস স্কুল রোডের অ্যাপোলো শপিং সেন্টারের দ্বিতীয় তলায় যাত্রা শুরু করল পুরুষদের আধুনিক সেলুন ‘লুক চেইঞ্জ ম্যান্স পার্লার’।
২১ জানুয়ারি (বুধবার) দুপুরে রনধীর দাশের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপোলো শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি ও শাহ আলম স্টোরের মালিক মো. ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী হুমায়ুন কবির হিরো, নেওয়াজ উদ্দিন, জমির মেম্বার, মনির উদ্দিন, হুমায়ুন কবির, খোকন ও জাকরিয়া কুতুব উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীরা।
পার্লারটির মালিক রনধীর দাশ জানান, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। সাশ্রয়ী মূল্যে পুরুষদের আধুনিক ও মানসম্মত সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি চকরিয়ার সচেতন গ্রাহকদের এই নতুন প্রতিষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
মন্তব্য করুন