
মোহাম্মদ শাহনেওয়াজ
বান্দরবানের লামা পৌর শহরে প্রতিষ্ঠিত জেনারেল শিক্ষার সমন্বয়ে সম্পূর্ণ আবাসিক হিফজখানা দারুল কোরআন মডেল মাদরাসার (২য় হিফজ সমাপন এওয়ার্ড সম্মাননা) ১২ জন শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার সময় লামা বাজার চৌরাস্তা মোড়ে আয়োজিত ২য় দস্তারবন্দী ও বার্ষিক ইসলামী মহাসম্মেলনে নতুন পবিত্র কোরআনের হাফেজদেরকে পাগড়ী প্রদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে ফারেগিন ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের এর যুগ্ম-মহাসচিব মাওলনা মুফতি হারুন ইজহার, সম্মেলনে উপস্থিত ছিলেন মাদ্রাসাতু দাওয়াতিল ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবি, বাইতুল আমান কেন্দ্রীয় মসজিদের খতি মাওলানা নাহার সাইম, লামা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইব্রাহীম খলীল উল্লাহ সাদেকী, লামা পৌর সাবেক মেয়র মো. আমির হোসেন, স্থানীয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমুখ।
জানা যায়, এ বছর নবাগত পাগড়ী প্রাপ্ত হাফেজ মোট ১২ জন, তারা হলেন হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন রায়হান পিতা: মোহাম্মদ ইসমাইল – বড় নুনারবিল পাড়া লামা পৌরসভা, হাফেজ মো: শোয়াইবুর রহমান পিতা: মোহাম্মদ আবুল কালাম – ভিলেজারপাড়া ৪নং ওয়ার্ড বমু বিলছড়ি, চকরিয়া, হাফেজ মোঃ হাছান পিতা মোঃ ইব্রাহিম – নয়াপাড়া ২নং ওয়ার্ড লামা পৌরসভা, হাফেজ মোঃ শহিদুল ইসলাম পিতা মোঃ ফজলুর রহমান – পশ্চিমপাড়া ১নং ওয়ার্ড বমু বিলছড়ি চকরিয়া, হাফেজ মোঃ ওবায়দুল ইসলাম মাহিন পিতা মোঃ খোকন- দক্ষিণ কাকারা মৌলভীপাড়া ৮নং ওয়ার্ড চকরিয়া, হাফেজ মোঃ সজিবুর রহমান পিতা মোঃ আব্দুল মতিন -পশ্চিম রাজবাড়ী লামা পৌরসভা, হাফেজ মোঃ পারভেজ আল নোমান পিতা মোঃ ফারুকুল ইসলাম – লাইনঝিরি ৮নং ওয়ার্ড লামা পৌরসভা, হাফেজ মোঃ সাইফান ফেরদৌস পিতা, মোঃ সাইফুল ইসলাম – নয়াপাড়া ২নং ওয়ার্ড লামা পৌরসভা, হাফেজ মোহাম্মদ বিন হারুন পিতা মোঃ হারুনুর রশিদ – শিবাতলী পাড়া আমতলী ১নং ওয়ার্ড আলীকদম, হাফেজ মোঃ শরিফুল ইসলাম তামিম পিতা মোঃ আমিরুল ইসলাম আমির – লাইনঝিরি ৮নং ওয়ার্ড লামা পৌরসভা, হাফেজ মোঃ সাইফুল ইসলাম রাহাত পিতা মোঃ নুরুল হামিদ – পাহাড়তলী ৩নং ওয়ার্ড বমু বিলছড়ি চকরিয়া, হাফেজ মোঃ আমজাদ হোসেন পিতা মোহাম্মদ শুয়াইব- মেরাখোলা মুসলিম পাড়া ২নং লামা সদর ইউনিয়ন পরিষদ।
মন্তব্য করুন