
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আজ ২ ডিসেম্বর থেকে কক্সবাজার জেলায় ছয় দিনের নির্বাচনী সফর শুরু করছেন। সকালে ঢাকা থেকে আকাশপথে তিনি কক্সবাজারে পৌঁছানোর পর সরাসরি খুটাখালীতে প্রচারণায় যোগ দেবেন।
দিনের প্রথম কর্মসূচি হিসেবে তিনি পীর সাহেব হাফেজ আব্দুল হাইয়ের কবর জিয়ারত করবেন। এরপর খুটাখালী ইউনিয়ন বিএনপির নতুন অফিস উদ্বোধন এবং ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগে অংশ নেবেন। দুপুর থেকে তিনি ডুলাহাজারা ইউনিয়নের সনাতনী ধর্মাবলম্বীদের সমাবেশে বক্তব্য, বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ এবং ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠের পথসভায় যোগ দেবেন। সন্ধ্যায় তিনি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং রাতটি সিকদার পাড়ার সাঈদ ম্যানশনে অবস্থান করবেন।
আগামীকাল ৩ ডিসেম্বর তিনি পিতা-মাতার কবর জিয়ারতের মাধ্যমে দিনের প্রচারণা শুরু করবেন। এরপর সাঁকোর пাড় স্টেশনের পথসভায় বক্তব্য, শিলখালী ইউনিয়নের সাতটি ওয়ার্ডে গণসংযোগ, বারবাকিয়া এলাকার প্রচারণা এবং টইটং ইউনিয়নে মরহুম মওলানা মোশরফ আলীর কবর জিয়ারত করার কর্মসূচি রয়েছে। দিনের শেষভাগে তিনি রাজাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেবেন।
দুই দিনে তিনি খুটাখালী, ডুলাহাজারা, ফাঁসিয়াখালী, পেকুয়া, শিলখালী, বারবাকিয়া, টইটং ও রাজাখালীসহ একাধিক এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন।
মন্তব্য করুন