
নজরুল ইসলাম (লামা, বান্দরবান)
বান্দরবানের লামা থানার কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। আজ ১৭ জানুয়ারি (শনিবার) তিনি ফাঁড়িটির সার্বিক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন, স্বাস্থ্যকর খাবার, চিকিৎসা এবং বিশুদ্ধ পানির সুব্যবস্থাসহ দৈনন্দিন সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিশেষ করে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য তিনি সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেন। সামনে জাতীয় নির্বাচন ও গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকায়, মাঠ পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে আইনি কার্যক্রমে উদ্বুদ্ধ করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
ফাঁড়ির সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, প্রত্যেককে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের সাথে মানবিক আচরণ বজায় রেখে পেশাদারিত্বের মাধ্যমে সর্বোচ্চ পুলিশি সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।
পরিদর্শনকালে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন