চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়া পৌর শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। মহাসড়কের বেহাল দশা এবং প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
আজ ১৬ নভেম্বর, রবিবার, বিকেল ৪টা ৩০ মিনিটে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কার্যালয়ের সামনে, জমজম হাসপাতালের নিকট থেকে ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, শিক্ষার্থী এবং স্থানীয় তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে মহাসড়কটি দ্রুত সম্প্রসারণের দাবি জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যথেষ্ট প্রশস্ত না হওয়ায় প্রতিনিয়ত ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, যার ফলে যানজট ও জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বক্তারা বলেন, দেশের অন্যতম এই ব্যস্ততম ও বাণিজ্যিক সড়কটি বর্তমানে ‘মৃত্যুকূপে’ পরিণত হয়েছে। দ্রুত ৬ লেনের সড়কে উন্নীতকরণ ছাড়া এই সমস্যার কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল মজিদ এবং ইব্রাহিম ফারুক ছিদ্দিকী। বক্তারা বলেন, জনগণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করা জরুরি। তারা সাম্প্রতিক মালুমঘাটের ঢালায় মারছা বাস ও প্রাইভেট কারের সংঘর্ষের মতো মর্মান্তিক দুর্ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে একই পরিবারের ছয়জন সদস্য নিহত হয়েছিলেন।
বক্তারা আরও যোগ করেন, এভাবে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়তই তাজা প্রাণ ঝরে পড়ছে, যা আর মেনে নেওয়া যায় না।
স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত পূরণ করা না হলে আগামীতে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মন্তব্য করুন