
কক্সবাজারের চকরিয়া সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা ৫ নং ওয়ার্ড নিবাসী মরহুম মনিরুজ্জামান ছিওম সাহেব এর কনিষ্ঠ পুত্র অধ্যাপক #তাহের #আহমেদ(৭৯) #ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিওন)।
তিনি ১৬ নভেম্বর (রবিবার) সকাল ৬ঃ৪৫ মি. সময় চট্টগ্রাম সি এস সি আর হাসপাতালে ইন্তেকাল করেন।
মরহুম অধ্যাপক তাহের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের রেজিস্ট্রার রুহুল ইমরানের চাচা, চকরিয়া যমুনা ব্যাংক এর অফিসার আতাহার শামীম ও পোল্যান্ড প্রবাসী তানবীর ছোটু’র পিতা এবং চকরিয়া ফাস্ট সিকিউরিটি ব্যাংকের ম্যানেজার সাহাদাত হোসেন এর শ্বশুর ছিলেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৯ বছর। ১৯৭৩ সাল থেকে অবসর সময়ের আগ পর্যন্ত (২০০৯) দীর্ঘ সময় মরহুম তাহের আহমদ চকরিয়া কলেজে শিক্ষকতা করেছিলেন।
আজ ১৬ নভেম্বর(রবিবার) বাদে আসরে মাইজঘোনা বায়তুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন