
মুহাম্মদ এমরান, লামা-বান্দরবান
পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে কন্টিনেন্টাল ট্রেডার্স রাবার বাগানে একদল বন্য হাতি তান্ডব চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে।
২৩ জানুয়ারী রাত্রে ২৮৬ নম্বর ফাঁসিয়াখালী মৌজার ৩ নম্বর সিট এর ২৫ একর রাবার বাগানের উপর তান্ডব চালায় এই পাহাড়ি হাতির দল। এতে প্রায় 200 এর উপরে টেপিং গাছ ভেঙ্গে নষ্ট হয়ে গেছে।
কন্টিনেন্টাল ট্রেডার্স রাবার বাগানের ম্যানেজার আব্দুল মাজেদ বলেন, প্রতিনিয়ত রাতে একদল বন্য হাতি বাগানে ঢুকে তান্ডব চালাচ্ছে। হাতির ভয়ে কর্মচারীরা বাগানে রাত্রিযাপন করতে পারছেনা। ১০-১২টা হাতি নিয়মিত তান্ডব চালানোর ফলে বাগানের প্রচুর ক্ষতি হয়েছে। আজ সকালে আমি বাগানে গিয়ে একদল বন্য হাতিকে দেখতে পাই। হাতিগুলো তাড়ানোর পর বাগান ঘুরে দেখি ২০০ এর অধিক গাছ ভেঙ্গে ফেলেছে। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, হাতির বিরুদ্ধে থানায় একটি জিডি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তাসহ লামা বনবিভাগের সুদৃষ্টি আকর্ষণ করছি। যাতে আমার বিষয়টি তদন্ত পূর্বক সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।
একই রাতে কুমারী নিচ পাড়া এলাকায় তসলিমা বেগম নামক এক অসহায় পরিবারের বাড়িতেও তান্ডব চালিয়েছে এই হাতির দল।
তসলিমা বেগম বলেন, রাতে আমার স্বামী বাড়িতে ছিলো না। আমার ছোট্ট দুই শিশু সন্তান নিয়ে আমি বাড়িতে ছিলাম। রাতে হঠাৎ একদল পাহাড়ি হাতি এসে আমার বাড়িতে তান্ডব চালিয়েছে। এতে আমার বাড়ির একপাশ ভেঙ্গে গেছে। এবং আমার এক সন্তান ভয়ে অসুস্থ হয়ে গেছে। আমি সরকারের কাছে সহযোগিতা চাই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কন্টিনেন্টাল ট্রেডার্স রাবার বাগানে অনেকগুলো গাছ ভেঙ্গে নষ্ট করে ফেলেছে। এতে উক্ত বাগানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss