
নজরুল ইসলাম
আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন পরিষদে ভোটার সচেতনতামূলক ‘ভোটালাপ’ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে ভোটারদের সচেতন হওয়া এবং নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা প্রয়োজন। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তিনি সাধারণ ভোটারদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত সেবাপ্রার্থী ও স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট জনগণের মাঝে বিতরণ করা হয়। ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss