
বান্দরবানের লামায় এক অসহায় পরিবারের ক্রয়কৃত দীর্ঘ বছরের ভোগ দখলীয় জমি জবরদখল করে রাতের আঁধারে ধান রোপনের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে।
ঘটনা টি ঘটেছে ১৩ জানুয়ারী ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড কুরুপ্পাতা এলাকায়।
এ ঘটনায় মৃত অলি আহমদের পূত্র ভুক্তভোগী মনোয়ার আলী বাদী হয়ে স্থানীয় নজির আহমদ, বদির আহমদ, ছকির আহমদ, মীর আহমদ, শাহাজান, শহীদুল্লাহ সহ ৭/৮ জনের নাম উল্লেখ করে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ভুক্তভোগী মনোয়ার আলী জানান, দীর্ঘ ১৫ বছর ধরে এক একর বত্রিশ শতক জায়গায় ক্রয় করে ভোগদখলে থাকলেও চক্রটির চাহিদা মতো চাঁদা না দেওয়ায় স্থানীয় ভূমিদস্যু চক্রটি তার জায়গাটি দখলে নিতে উঠেপড়ে লেগেছে।
ক্রয়কৃত ভোগদখলীয় জায়গাটি দখলবাজ চক্রের হাত থেকে উদ্ধারে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss