
নজরুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজপুত্র জননেতা সাচিং প্রু জেরীর পক্ষে লামা উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
এই নির্বাচনী প্রচারণার সূচনা করেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র জনাব আমির হোসেন মহোদয়। তিনি লামা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন এবং সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া। এছাড়াও লামা পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ মামুন মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, সাচিং প্রু জেরী পাহাড়ি অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি সব সম্প্রদায়ের মানুষের অধিকার, উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে পাহাড়ি জনপদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ ভোটারদের উদ্দেশ্যে বলেন—
“ধানের শীষ হচ্ছে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সাচিং প্রু জেরীকে বিজয়ী করুন।”
প্রচারণাকালে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। এতে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি হয়।
দিনব্যাপী এই নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বিএনপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, লামা উপজেলার জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষেই রায় দেবেন।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss