
মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীক নিয়ে চকরিয়া-পেকুয়ার গ্রামগঞ্জে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জননন্দিত জননেতা আলহাজ সালাহউদ্দিন আহমেদ । তাঁর গণসংযোগকে ঘিরে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জনস্রোত । জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ।
নির্বাচনী প্রচারণার প্রথম দিনে প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার কোনাখালি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি । জানা যায় এরপর পর্যায়ক্রমে চকরিয়া-পেকুয়ার বিভিন্ন গ্রামগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নিবেন সালাহউদ্দিন আহমেদ ।
গণসংযোগকালে তিনি এলাকার প্রবীণ মুরুব্বি, সমাজসেবক, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কৌশল বিনিময় করেন । এ সময় দীর্ঘদিনের বঞ্চনা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত উন্নয়ন নিয়ে জনগণের প্রত্যাশা ও অভিমত উঠে আসে । এলাকার মুরুব্বি শ্রেণির অভিমত, হারানো অধিকার পুনরুদ্ধার এবং বুকভরা স্বপ্ন বাঁচিয়ে রাখতে ধানের শীষই এখন জনগণের শেষ ভরসা ।
গণসংযোগকালে সালাহউদ্দিন আহমেদ বলেন,
আমি সত্য, ন্যায় ও উন্নয়নের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। জনগণের পাশে থাকা আমার রাজনৈতিক অঙ্গীকার ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে সরাসরি গণসংযোগ ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক তাঁর প্রতি জনআস্থাকে আরও সুদৃঢ় করছে। চলমান এই জনসম্পৃক্ততা আসন্ন নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে ।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss