
মোহাম্মদ শাহনেওয়াজ
বান্দরবানের লামায় আসহাবুল জান্নাহ হিফজ মাদ্রাসার শিক্ষার্থী এবং দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স বাংলাদেশ এর এলজি. পিএনপি এপেক্স রিজওয়ান শাহিদী ও এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান এর আর্থিক সহায়তায় এবং এপেক্স ক্লাব অব লামার সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় লামা রিপোর্টার্স ক্লাব হলরুমে, এপেক্স ক্লাব অব লামার ভাইস প্রেসিডেন্ট এপে. বেলাল আহমেদ এর সভাপতিত্বে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন।
শীতবস্ত্র পেয়ে খুশি লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার নুর নাহার বেগম। তিনি বলেন, আমাকে একটি কম্বল দিয়েছে, এটা খুবই উপকার হবে। আমি খুব খুশি, তাদের জন্য দোয়া করি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট ও মানবজমিন উপজেলা প্রতিনিধি এপে. মোঃ তৈয়ব আলী।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ করিম বি.কম, আমার দেশ প্রতিনিধি নূরুল করিম আরমান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ শাহনেওয়াজ, রিপোর্টার্স ইউনিটি'র সাধারণ সম্পাদক মোঃ নূরুল আমিন, দৈনিক ডেসটিনি প্রতিনিধি আনোয়ার হোসেন, সাংবাদিক শফিক ও মোঃ সুমন প্রমূখ।
প্রধান অতিথি মুহাম্মদ কামালুদ্দিন বলেন, দূর্গম পাহাড়ি এলাকায় কনকনে শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছেন। শীতের এই সময়ে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থী, ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে মানুষ অনেক কষ্ট করছে। এপেক্স বাংলাদেশ এর পক্ষ থেকে মানুষজনকে কম্বল বিতরণ করায়। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss