
নজরুল ইসলাম
বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদে সম্প্রতি গ্রাউস এনজিওর তত্বাবধানে ‘কমিউনিটি চেইঞ্জ মেকার দল’ (সিসিএম)-এর দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা ও নাইক্ষংছড়ি উপজেলার প্রধান কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাবা মেহেরুন্নেছা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিসিএম-এর সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় গজালিয়া ইউনিয়নের কার্যক্রম, নারীর প্রতি সহিংসতা, ডিজিটাল নিরাপত্তা, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সিসিএম-এর সভাপতি জনাবা উক্যানু মার্মার সভাপতিত্বে পরিচালিত হয়।
উক্ত সভার মাধ্যমে কমিউনিটি চেইঞ্জ মেকার দল স্থানীয় সমাজে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের উদ্যোগকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss