
লামা বান্দরবান
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি কুরুচিপূর্ণ মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এনটিভি (NTV)-র ভেরিফায়েড পেজে প্রচারিত একটি ভিডিওর নিচে এই মন্তব্য করেন গজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অংথোয়াইনু মার্মা (জয়)।
সম্প্রতি এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের একটি বক্তব্যের ভিডিও চলাকালীন অংথোয়াইনু মার্মা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে "রাজাকারের বাচ্চা" লিখে একটি অশালীন মন্তব্য করেন। প্রকাশ্যে এমন মানহানিকর মন্তব্যের পর বিষয়টি স্থানীয়দের নজরআসে এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শুরুতে অংথোয়াইনু মার্মা মন্তব্যটি করার কথা অস্বীকার করলেও পরে তিনি স্বীকারোক্তি দেন। তিনি জানান, ভুলবশত তিনি এমন মন্তব্য করে ফেলেছেন। তবে স্থানীয় পর্যায়ে কিছু মানুষ দাবি করছেন, তার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে থাকতে পারে।
এই ঘটনায় লামা এনসিপি কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন এবং সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
স্বেচ্ছাসেবক লীগ নেতার এমন উসকানিমূলক মন্তব্যে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss