
আলাউদ্দিন আলো, কক্সবাজার
কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের এক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। বুধবার (২১ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে কক্সবাজার জেলার সবকটি উপজেলার শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। পিআইবি প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও ইআরএফ-এর সাবেক সভাপতি শারমীন রিনভী এবং সিনিয়র সাংবাদিক খাজা মাঈন উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফর এবং কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।
আগামীকাল বৃহস্পতিবার এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নানের।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss