
নজরুল ইসলাম
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও হিসাব-নিকাশ। এরই মধ্যে ১০ দলীয় জোটের সমীকরণে শেষ মুহূর্তে বান্দরবান আসনে জোটগত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির নেতা এস এম সুজাউদ্দিন সুজা।
আজ ২০ জানুয়ারি ২০২৬ ইং বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াত মনোনীত প্রার্থী জনাব আবুল কালাম সাহেব তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে বান্দরবান আসনে কার্যত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিএনপির জোটগত প্রার্থী এগিয়ে রয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে হঠাৎ প্রার্থী প্রত্যাহার ও জোটগত সমীকরণের পরিবর্তনে তৃণমূলের ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। অনেক ভোটারই জানাচ্ছেন, শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তনের কারণে তাঁরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং সঠিক তথ্য না পাওয়ায় ভোট প্রদান নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী সবাই ঐক্যবদ্ধভাবে এস এম সুজাউদ্দিন সুজার পক্ষে মাঠে নামবেন এবং ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করবেন। তাঁদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বান্দরবান আসনে বিএনপির বিজয়ের পথ অনেকটাই সুগম হয়েছে।
অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পরিস্থিতিতে বান্দরবান আসনে নির্বাচন অনেকটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শেষ মুহূর্তে কোনো নতুন সমীকরণ বা প্রার্থী এলে পরিস্থিতি বদলেও যেতে পারে।
সব মিলিয়ে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে বান্দরবানে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। শেষ পর্যন্ত ভোটারদের রায় কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss