
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
চকরিয়ার বদরখালীর মেয়ে মাশহুরা সাঈদা ইমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছেন। সম্প্রতি প্রকাশিত কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদের ফলাফল অনুযায়ী, তিনি বিজ্ঞান শাখা থেকে ৮৮৩তম স্থান অর্জন করে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
ইমা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি বদরখালীর বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার জাহাঙ্গীর আলমের মেয়ে এবং এলাকার প্রবীণ ব্যক্তিত্ব গাজী আবু ছৈয়দ আলকাদেরীর নাতনি। এছাড়া তিনি কবি সাইফুল মোস্তফা ও সাংবাদিক আল জাবেরের ভাতিজী।
ইমার পড়াশোনার হাতেখড়ি বদরখালী বদরশাহ্ একাডেমি ও লিটল জুয়েলস সমবায় স্কুলে। পরবর্তীতে তিনি বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় থেকে সফলতার সাথে এসএসপি পাস করেন। এরপর চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ ৫ (এ+) পেয়ে এইচএসসি সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই মেধাবী এই শিক্ষার্থী এবার উচ্চশিক্ষার জন্য দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে জায়গা করে নিলেন।
মাশহুরা সাঈদা ইমার এই সাফল্যে তার পরিবারসহ পুরো চকরিয়া ও বদরখালী এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। তার এই অর্জনে বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন। তারা ইমার ভবিষ্যৎ জীবনের উজ্জ্বলতা ও সাফল্য কামনা করেছেন।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss