
নজরুল ইসলাম
অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ সফিউল আলম মহোদয় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং সেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং স্বাস্থ্যসেবাকে আরও মানসম্মত, জনবান্ধব ও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম মহোদয় হাসপাতালের বিদ্যমান সমস্যা ও চাহিদাসমূহ স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। যুগ্ম সচিব মহোদয় তা মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এসময় হাসপাতালে কর্মরত সহকারী অধ্যাপক ও ইনসিটু জুনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স) ডা. এপিএম আব্দুল খালেক, জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিওলজি) ডা. নুর মুহাম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ, মেডিকেল অফিসার ডা. মোঃ ফরহাদ উদ্দিন, ডা. জুবাইরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার নিলিমা রানী দে সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেন যুগ্ম সচিব মহোদয়।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss