
নজরুল ইসলাম (লামা) প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় তামাক চাষের পরিবর্তে পরিবেশবান্ধব ও লাভজনক সমন্বিত কৃষিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন স্থানীয় এক ত্রিপুরা নারী। মাত্র ৪০ শতক জমিতে বৈচিত্র্যময় ফসল ফলিয়ে তিনি এখন অনেকের জন্য অনুপ্রেরণা।
তিনি তাঁর এই জমিতে মূল ফসল হিসেবে পেঁপে চাষের পাশাপাশি একই সঙ্গে মিষ্টি কুমড়া, ফেলুন শিম, ধনেপাতা ও ভুট্টা আবাদ করেছেন। স্বল্প জমিতে এমন বহুমুখী চাষাবাদে যেমন তাঁর আয় বেড়েছে, তেমনি বদলে গেছে পরিবারের অর্থনৈতিক অবস্থা।
ওই কৃষাণী জানান, আগে তিনি তামাক চাষ করতেন। কিন্তু সেখানে হাড়ভাঙা খাটুনি আর স্বাস্থ্যের ঝুঁকি থাকলেও লাভের অংশ ছিল সামান্য। সেই তুলনায় সমন্বিত এই পদ্ধতিতে খরচ অনেক কম কিন্তু মুনাফা কয়েক গুণ বেশি। সবচেয়ে বড় সুবিধা হলো, এতে জমির উর্বরতা নষ্ট হয় না এবং পরিবেশও সুরক্ষিত থাকে।
বর্তমানে তাঁর এই সাফল্য দেখে স্থানীয় অন্য কৃষকরাও তামাক ছেড়ে বিভিন্ন ধরনের সবজি ও ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন। পাহাড়ের ঢালে বিষমুক্ত ফসল ফলিয়ে স্বাবলম্বী হওয়ার এই দৃষ্টান্ত এখন পুরো এলাকায় প্রশংসিত হচ্ছে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss