
নজরুল ইসলাম (লামা) প্রতিনিধিঃ
অদ্য ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, বান্দরবান পার্বত্য জেলার লামা থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন বান্দরবান জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ফাঁড়ির সার্বিক কার্যক্রম এবং দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন। এছাড়া, তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বিশেষভাবে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর জোর দেন। তিনি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এসময় পুলিশ সুপার মহোদয় প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন।
উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল), ফাঁড়ির ইনচার্জসহ সংশ্লিষ্ট ফোর্সবৃন্দ।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss