
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান।
সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। যমুনায় প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূস তাঁদের অভ্যর্থনা জানান। দুই পরিবারের সদস্যরা প্রায় এক ঘণ্টারও বেশি সময় একসঙ্গে কাটান এবং একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এর আগে সন্ধ্যার দিকে তারেক রহমানের যমুনায় যাওয়ার প্রস্তুতি শুরু হয়। ৬টা ৪২ মিনিটে তিনি গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে নিজস্ব বাসভবনে যান। সেখানে মাত্র কয়েক মিনিট অবস্থান করে ৬টা ৫২ মিনিটে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা একটি বাসে করে পরিবারের সদস্যদের নিয়ে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।
সংশ্লিষ্টরা এই বৈঠকটিকে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন, যেখানে উভয় পরিবারের মধ্যে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলাপ-আলোচনা হয়েছে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss