
মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
আজ সকালে চকরিয়া উপজেলার প্রবীণ সাংবাদিক হান্নান শাহের ইন্তেকালে দেশের গণমাধ্যম অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। একজন নিষ্ঠাবান সংবাদকর্মী হিসেবে নয়, বরং একজন বিবেকবান মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
সাংবাদিকতা ছিল তার কাছে কেবল পেশা নয়,ছিল সমাজের প্রতি দায়বদ্ধতার এক নিরবচ্ছিন্ন অঙ্গীকার। সত্য ও সাহসের পথে অবিচল থেকে তিনি দীর্ঘদিন মানুষের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক বাস্তবতাকে তুলে ধরেছেন তার লেখনীর মাধ্যমে। ক্ষমতার কাছে মাথা নত না করে সত্য বলার যে সাহস, তা তার কর্মজীবনের প্রতিটি অধ্যায়ে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তার বিভিন্ন পত্রিকায় কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি দৈনিক সকালের সময় পত্রিকায় কর্মরত অবস্থায় তিনি সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার লেখা ছিল তথ্যনির্ভর, বিশ্লেষণধর্মী ও মানবিক বোধে পরিপূর্ণ, যা পাঠকের আস্থা ও সহকর্মীদের শ্রদ্ধা অর্জনে সহায়ক হয়েছে।
হান্নান শাহ ছিলেন নবীন সাংবাদিকদের জন্য এক নির্ভরযোগ্য মাইল ফলক । পরামর্শ, অনুপ্রেরণা ও উদাহরণের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন দায়িত্বশীল সাংবাদিকতার এক প্রজন্ম। তার শালীনতা, বিনয় ও দৃঢ়তা তাকে আলাদা পরিচয়ে পরিচিত করেছে।
তার মৃত্যুতে গণমাধ্যম হারালো একজন অভিজ্ঞ কলমসৈনিক, যাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। তবে তার রেখে যাওয়া আদর্শ, সততা ও পেশাগত নিষ্ঠা ভবিষ্যৎ সাংবাদিকদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেন।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss