
নিজস্ব প্রতিবেদক
চকরিয়ার প্রবীণ সাংবাদিক ও দৈনিক সকালের সময় পত্রিকার চকরিয়া প্রতিনিধি এস.এম হান্নান শাহ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে চকরিয়াসহ কক্সবাজার জেলার সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মহান প্রভুর ডাকে সাড়া দেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়।
এস.এম হান্নান শাহ সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন। তিনি চকরিয়া ও আশপাশের এলাকার সামাজিক, রাজনৈতিক, মানবিক ও উন্নয়নমূলক নানা ইস্যুতে নিয়মিত সংবাদ পরিবেশন করে পাঠক মহলে আস্থা অর্জন করেন। সাধারণ মানুষের অধিকার ও বঞ্চনার কথা তুলে ধরতে তিনি ছিলেন আপসহীন ও দৃঢ়।
পেশাগত জীবনে তিনি ছিলেন নিরহঙ্কার, সহনশীল ও সহকর্মীবান্ধব। নবীন সাংবাদিকদের জন্য তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ পথপ্রদর্শক। তাঁর লেখনী ও আচরণে সাংবাদিকতার নৈতিকতা ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটত বলে সহকর্মীরা মন্তব্য করেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল সহ ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের পেশাগত অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, এস.এম হান্নান শাহ ছিলেন একজন সৎ, আদর্শ ও দায়িত্বশীল সাংবাদিক। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss