
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাংবাদিকদের প্রাচীন সংগঠন চকরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জনতা শপিং সেন্টারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।
প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক বশির আল মামুন এবং নির্বাচন কমিশনার সাংবাদিক মনসুর মহসিনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ (মানবকণ্ঠ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল সাঈদ সোহেল (প্রতিদিনের সংবাদ)।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আরমান চৌধুরী (ইত্তেফাক)। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ফরিদ বাবুল (যুগযুগান্তর) ও এম. রায়হান চৌধুরী (আমাদের নতুন সময়)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এইচ. এম. রুহুল কাদের (সাঙ্গু ও ডেসটিনি)। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাঈদী আকবর ফয়সাল (ভোরের ডাক) ও নুরুল আমিন টিপু (ভোরের সময়)।
এছাড়া অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর (গণসংযোগ), দপ্তর সম্পাদক ইউছুফ বিন হোছাইন (দৈনিক বাংলা), প্রচার সম্পাদক রাজু দাশ (খবরের কাগজ), ক্রীড়া সম্পাদক জুলফিকার আলি ভুট্টো (NPB), সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল উদ্দিন (দৈনিক আজকের কক্সবাজার বার্তা, প্যানোয়া নিউজ), পাঠাগার সম্পাদক আব্দুল করিম বিটু (জবাবদিহি), আপ্যায়ন সম্পাদক কফিল উদ্দিন (দৈনিক নিরপেক্ষ), প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন (নাগরিক সংবাদ), সমাজকল্যাণ সম্পাদক রিয়াদ উদ্দিন (পর্যবেক্ষণ ও এনএনটিভি) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সুমন (দৈনিক আমার সংবাদ)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন একেএম বেলাল উদ্দিন (ডেইলি ইন্ডাস্ট্রি), বশির আল মামুন (এশিয়া এইজ), জহিরুল ইসলাম (দৈনিক কর্ণফুলী), তৌহিদুল ইসলাম (বাংলাদেশের খবর), মোর্শেদ আলম (আলোকিত সকাল), শফিউল করিম সবুজ (সোনালী কণ্ঠ) ও জাহেদুল ইসলাম রুবেল (কক্সবাজার বাণী)।
সহযোগী সদস্য হিসেবে রয়েছেন আরফাত সানি (ঘোষণা), হোছাইন মোহাম্মদ সবুজ (সোনালী কণ্ঠ) ও তানবিরুল ইসলাম (কক্সবাজার সংবাদ)।
নির্বাচন কমিশনার মনসুর মহসিন জানান, সন্ধ্যা ৭টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাত ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বশির আল মামুন।
নির্বাচিত কমিটি আগামী ডিসেম্বর ২০২৭ পর্যন্ত চকরিয়া প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss