
কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান এ সিদ্ধান্তের কথা জানান।
রিটার্নিং কর্মকর্তা জানান, মামলা সংক্রান্ত একটি বিষয়ে প্রয়োজনীয় ও যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। যাচাই-বাছাইয়ের সময় প্রথমে বিষয়টি স্থগিত রাখা হলেও পরবর্তীতে আইনগত দিক বিবেচনায় নিয়ে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
তিনি আরও জানান, নির্বাচন বিধি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন বাতিল হওয়া প্রার্থীরা।
কক্সবাজার-২ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে গোলাম মাওলা নামে অপর এক প্রার্থীর মনোনয়নও বাতিল করা হয়েছে।
মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি),জিয়াউল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ),ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিস),এস এম বোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ) এবং মোহাম্মদ মাহমুদুল করিম (জাতীয় পার্টি)।
উল্লেখ্য, মনোনয়ন বাতিল হওয়া এইচ এম হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss